স্টাফ রিপোর্টার ॥ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অস্কার এমপি আবু জাহির টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে ১২টায় আধুনিক স্টেডিয়ামে ফাইনাল খেলায় অংশ গ্রহণ করবে শাপলা সংসদ বনাম ইয়ং ব্রাদাস। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও প্রাণ গ্র“পের পরিচালক ইলিয়াছ মৃধা। টুর্ণামেন্টে সিলেট বিভাগের শীর্ষস্থানীয় ১২টি দল অংশ গ্রহণ করে।