স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার ওয়াবদা গেইটের নিকট টমটমের ধাক্কায় মারুফ মিয়া (৩৫) নামের এক পথচারী মৃত্যুপথযাত্রী। সে উপজেলার রিয়াজ নগর গ্রামের সাধু মিয়ার পুত্র। গতকাল বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই সময় মারুফ মিয়া রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি টমটম তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।