স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার গুনই গ্রামের রাস্তায় মাটিকটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ২০জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুনই গ্রামে একটি রাস্তায় মাটি কাটার কাজ চলছে। ঠিকাদার ফেরদৌস আহমেদের কাছ থেকে চুক্তিতে মাটি কাটার কাজ নেন একই গ্রামের চান্দ আলী মিয়া। কিন্তু অনেক দিন ধরে রাস্তাতে মাটি কাটা কাজ শুরু না করায় ঠিকাদারকে গ্রামবাসী চাপ সৃষ্টি করেন। ঠিকাদার জানান, চান্দ আলী মিয়াকে চুক্তি ভিত্তিতে কাজ দেন। কিন্তু চান্দ আলী মিয়া মাটিকাটার কাজ শুরু না করলে এলাবাসী ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল মঙ্গলবার সকালে একই গ্রামের আব্দুর রহিম চান্দ আলীকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তাদের মধ্যে ঝগড়া বাধে। এর জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে সিরাজুল আলী, শিপন, আব্দুর রহমান ছায়েব আলী, ফুল মিয়া রাবেয়া বেগম, দুলন মিয়া, আমির মিয়া, লেদন মিয়া, সেন্টু মিয়া, জাহাঙ্গীর মিয়া, মোতালিব মিয়া, শানু মিয়া, মেরাজ মিয়া ও ইকবাল মিয়াসহ ২০জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং আশকাজনক অবস্থায় ২জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।