স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শীতার্থ দরিদ্র মহিলাদের পাশে দাড়াল লেডিস ক্লাব। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গণে ক্লাবের পক্ষ থেকে ১০০ দরিদ্র মহিলার মাঝে ক্লাবের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
লেডিস ক্লাবের সভানেত্রী সাবিনা আলম প্রধান অতিথি থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শমসাদ বেগম ও নুসরাত মারুফ। এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, চাই থোয়াইহলা চৌধুরী, নাহিদ হাসান খান, এরশাদ চৌধুরী প্রমুখ।