স্টাফ রির্পোটার, বানিয়াচং থেকে ॥ ‘গ্রাম বাংলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা’য় হুমায়ূন ও মেজবাউল জুটি চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রাতে বানিয়াচং সদরের ৩নং হাবেলী মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তোলেদেন যুবদল নেতা ফয়সল আহমেদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্দার আব্দুল হক, সাদে-আক্কাছ, লেদু মিয়া ও রাসেল আহমেদ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা সোয়েব মিয়া, নুর আক্কাছ, ইকবাল মিয়া, ছাত্রদল নেতা ইজাজুল মিয়া, আলামীন, রকিব আহমেদ প্রমূখ। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে আকিবুর ও আলমগীর জুটি।