স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বগলা বাজার থেকে ৫ লিটার দেশীয় মদসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল, ওই এলাকার অশুক সুইপারের পুত্র রঞ্জন সুইপার (৩০) ও কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার বৈরাটী গ্রামের রাজা মিয়ার পুত্র জাহির মিয়া (২৮)। গতকাল সোমবার রাত ৯ টায় সদর থানায় এসআই মির্জা মাহমুদুল করিম এসআই সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চারিয়ে তাদেরকে আটক করে। এ সময় তারা জানায়, গরু বাজারে একটি মদের পাট্টা থেকে এ মদ ক্রয় করে বিভিন্ন স্থানে পাচার করে আসছে।