প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে বাউল সাধক শাহ্ আব্দুল করিমের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘রঙ্গের দুনিয়া’র উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় স্থানীয় আরডি হলে উক্ত প্রদর্শনীর আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘সারা প্রোডাকশন’। উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। সিদ্দিকী হারুনের কাহিনী ও চিত্রনাট্য এবং তরুন নির্মাতা মোক্তাদির ইবনে ছালামের পরিচালনায় নির্মিত ‘রঙ্গের দুনিয়া’য় গুরুত্বপূর্ণ চরিত্রসমূহে অভিনয় করেছেন খাইরুল আলম সবুজ, ঝুনা চৌধুরী, আগুন, স্বাধীন খসরু, শানারাই দেবী শানুসহ হবিগঞ্জের একদল নাট্যকর্মী।