মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে দিনব্যাপি শিক্ষা উপকরণ মেলা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগ নেতা সুকোমল রায়, সহকারী শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, মাজহারুল হুদা, জিল্লুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারন সম্পাদক অলিদ মিয়া প্রমুখ। ওই দিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিনা পাল এ মেলার উদ্বোধন করেন। মেলায় ৬ টি ক্লাস্টার অংশগ্রহণ করে। বিপুল সংখ্যক দর্শণার্থী মেলা উপভোগ করেন।