স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্র বলৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনাটি প্রকাশ করে দেয়ায় পরবর্তীতে ওই ছাত্রকে বেত্রাঘাত করেন ওই শিক্ষক। ঘটনাটি ঘটেছে হযরত শাহ সদর উদ্দিন কোরেশী (রহ:) পিটুয়া (সদরাবাদ) হাফিজিয়া মাদ্রাসায়। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক হচ্ছেন-সজ্জাদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে-গত শনিবার রাতে ওই হাফিজিয়া মাদ্রাসার হিফজ শাখার জনৈক ছাত্র (১৫)কে নানাভাবে ফুসলিয়ে জোরপূর্বক বলৎকার করেন শিক্ষক সজ্জাদুর রহমান। পর দিন ওই ছাত্র ঘটনা সর্ম্পকে তার অভিভাবক ও সহকর্মীদের জানালে সকাল বেলায় ক্লাস রুমে ছাত্রকে অমানুষিক বেত্রাঘাত করে গুরতর আহত করেন শিক্ষক সজ্জাদুর রহমান। পরে থাকে চিকিৎসা দিলে ঘটনা সর্ম্পকে এলাকায় জানাজানি হলে একদিকে ওই শিক্ষকের শাস্তি দাবী উঠে, অপর দিকে ক্ষোভে লজ্জায় কিশোর কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। তবে এ ঘটনাকে ধামা চাপা দিতে একটি মহল উঠে পড়ে লেগেছে। এ ব্যাপারে খবর পেয়ে গতকাল সরেজমিন পিটুয়া এলাকায় গিয়ে জানা যায়, শাহ সদর উদ্দিন মাদ্রাসা প্রতিষ্টা লগ্ন থেকে হাফিজ ক্বারী সাজ্জাদুর রহমান প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন। ৭৭জন ছাত্র/ছাত্রী নিয়ে মাদ্রাসায় পাঠদান চলে। কিন্তু ইদানিং উক্ত মাদ্রাসার শিক্ষকের চরিত্র সর্ম্পকে এলাকার মানুষ ও মাদ্রাসার ছাত্রছাত্রী অতিষ্ট হয়ে অভিভাবক সহ সচেতন লোকজন ফুঁেস উঠতে শুরু করেছেন। তাঁর বিরুদ্ধে অহরহ অভিযোগ তুলে ধরেছেন এলাকাবাসী। মাদ্রাসার চলাকালীন সময়ে বা মাদ্রাসা ছুটির পরে ছাত্রছাত্রীদের দিয়ে মাথা ম্যাসেজ করানো, হাত পায়ের নখ কাটা সহ নানা ধরনের কাজ করার অভিযোগ করেন, ওই গ্রামের লন্ডন প্রবাসী ফজলুল হক, আনজুমানে আল ইসলাহ আঞ্চলিক পিটুয়া শাখার সভাপতি মাওলানা হাফিজ আশিকুর রহমান সাদিকী, মাওলানা সৈয়দ আহমদ, মোঃ গৌছ উদ্দিন, স্থানীয় আনসার ভিডিপির কমান্ডার আবু বক্কর সহ এলাকার সচেতন মানুষ। এনিয়ে পিটুয়া গ্রামের লন্ডন প্রবাসী ফজলুল হকের বাড়িতে গতকাল রবিবার সকালে এক সামাজিক বৈঠকের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এলাকাবাসী। দুপুর দেড়টার সময় সাংবাদিকদের খবর পেয়ে মাদ্রাসায় কোন শিক্ষক বা ছাত্রছাত্রী পাওয়া যায়নি। পরে খবর পেয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক মাদ্রাসায় উপস্থিত হলে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি শারিরীক নির্যাতনের কথা স্বীকার করেন, কিন্তু বলৎকারের কথা অস্বীকার করেন। কেন ছাত্রদের নির্যাতন করেছেন তা জানতে চাইলে তিনি বলেন, অভিযোগকারী ছাত্র (১৫) মাদ্রাসায় থাকে না, আমার কথার অবাধ্য হয়ে চলাফেরা করে সরোয়ারদি নামের আরেক মসজিদের ইমামের কথামতো। তাই আমি তাকে শাসন করেছি মাত্র। তবে নির্যাতিত অভিযোগকারী ছাত্র আরো জানায়, মাদ্রাসায় থাকলে প্রধান শিক্ষক ও বড় ছাত্ররা রাতে ঘুমন্ত অবস্থায় নিচতলা থেকে দু’তলায় নিয়ে প্রতিদিনই বলৎকার করে। তাই আমি মাদ্রাসায় থাকতে চাইনা। এব্যাপারে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী শিহাব এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি লোক মুখে শুনেছি।