সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

বাহুবলের সুন্দ্রাটিকির নিহত ৪ শিশুর পরিবার খোলা আকাশের নীচে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

  • আপডেট টাইম শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭
  • ৬৬৩ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের আলোচিত নিহত চার শিশুর পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। সরকারের প্রতিশ্র“তি বাস্তবায়ন না করে নিজ খরচে কাঠ টিন লাগানোর কথা বলে খোলা ঘর রেখেই বাড়ি তৈরির সরঞ্জামাদী গুটিয়ে নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এনিয়ে মানবিক বিবেচনায় কার্যকর হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীর বরাবরে একটি আবেদন করেছেন চার শিশুর পরিবার।
উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের আব্দাল মিয়ার পুত্র মনির মিয়া (৭), আব্দুল আজিজের পুত্র তাজেল মিয়া (১০), ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া আহমেদ শুভ (৯) ও আব্দুল কাদিরের পুত্র ইসমাইল (১১) গত ২০১৬ সালের ১২ ফেব্র“য়ারী বিকেলে খেলার মাঠ থেকে ফেরার পথে নিখোঁজ হয়। গ্রাম্য পঞ্চায়েত বিরোধের জের ধরে একই গ্রামের বহু দন্ডমুন্ডের হোতা আব্দুল আলী বাগাল ও তার গুন্ডাপান্ডারা অপহরণ করে। এর পাঁচদিন পরে ১৭ ফেব্র“য়ারী গ্রামের নিকটবর্তী ইছাবিল নামক স্থানে মাটি চাপা অবস্থায় চার শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নির্মম এ ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এ প্রেক্ষিতে হবিগঞ্জ-সিলেটের দায়িত্বপ্রাপ্ত মহিলা সংসদ সদস্য অ্যাডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ২৪ ফেব্র“য়ারী প্রধানমন্ত্রীর কাছে একটি মানবিক আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে নিহত ৪ শিশুর পৈত্রিক ভিটায় চারটি বাড়ী ও নিহত শিশুদের স্মরণে তাদের নামে সুন্দ্রাটিকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও লাইব্রেরী নির্মান করার নির্দেশনা আসে।
পরে গত বছরের ২১মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহ-পরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার সুন্দ্রাটিকি শহীদ স্মৃতি পাঠাগার নামের একটি টিনশেড ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৮ লাখ ৬০ হাজার টাকার বরাদ্ধের উপর উপজেলা প্রশাসন শুধু পাঠাগারটি বাস্তবায়ন করে। কিন্তু প্রধানমন্ত্রীর দেওয়া চারটি বাড়ী নির্মাণ আজও হয়নি। চার পরিবারের সদস্যরা জানান, আজ থেকে মাস ছয়েক আগে নির্বাহী অফিসার আমাদের বাড়িতে এসে নিজে ফিতা নিয়ে বসতঘর মাপামাপি করে অচিরেই প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে সরকারি খরচে ঘর নির্মাণ হবে বলে পুরাতন ঘরগুলি ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী বসতঘর ভেঙ্গে খালি করে দিয়ে পার্শ্ববর্তী স্থানে তাবু টাঙ্গীয়ে সবাই বসবাস করছি। নতুন ঘরের আশায় শিশু ও বয়স্কদের নিয়ে তাবুতে মানবেতর ও দুর্ভোগের মধ্য দিয়ে জীবন-যাপন চলে কয়েক মাস। মাস দুয়েক আগে শুধুমাত্র ইসমাইলের পিতা আব্দুল কাদিরের ভিটায় ১৫ ফুট লম্বা ও ১০ ফুট প্রস্ত একটি ঘরের ৮ ফুট উচ্চতার ইটের দেয়াল, দুটি লোহার দরজা ও জানালা তৈরি করা হয়েছে। অন্য তিনটি ঘরের এখনও কাজ শুরু হয়নি। এ অবস্থায় নির্বাহী অফিসারের সাথে বারবার যোগাযোগ করেও কোন সদোত্তর পায়নি পরিবারগুলো। পরে এই মানবেতর ও দূর্ভোগে জীবনযাপনে অসহনীয় হয়ে নিহত ৪ শিশুর পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবরে মানবিক বিবেচনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য গত ১৫ জানুয়ারী একটি আবেদন করেন।
নিহত শিশু মনিরের পিতা আব্দাল মিয়া জানান, আমাদের অমুল্য সম্পদকে হারিয়ে শোকাগ্রস্থ হয়ে যখন মানসিকভাবে বিপর্যস্ত আমরা। তখনই গণমাধ্যম দ্বারা জানতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বিপর্যয় কাঠিয়ে উঠার জন্য চার পরিবারকে চারখানা বসতঘর নির্মাণ করে দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। কিন্তু তা বাস্তাবায়ন করতে টালবাহানা শুরু হয়েছে। নিহত শিশু ইসমাইলের পিতা আব্দুল কাদির জানান, ছয় মাস যাবত কখনও খোলা জায়গায় আর কখনও অন্যের ঘরের বারান্দায় স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করছি। দীর্ঘদিন দূর্ভোগে বসবাসে অসহনীয় হয়ে উঠায় ইউএনও’র কাছে বারবার আকুতি মিনতি করি অসম্পূর্ণ ঘরখানা দ্রুত সম্পন্ন করার জন্য। তিনি আমাকে বলেন, সরকারের দেওয়া বরাদ্ধে যা হয়েছে তা আমি করেছি। আর কোন বরাদ্ধ নেই।
শিশু তাজেল মিয়ার পিতা আব্দুল আজিজ বলেন, নির্বাহী অফিসার নিজে এসে আমাদের ঘরখানা ভেঙ্গে জায়গা খালি করে দেওয়ার কথা বলেন। এখন বাড়ি ভেঙ্গে জায়গা খালি করার পর বাজেট স্বল্পতার কথা বলছেন। আমরা কিছু দেই আর উনি কিছু দিবেন এনিয়ে মিলিয়ে ঘর তৈরি করার পরামর্শ দেন। পরবর্তীতে নির্বাহী অফিসার ইসমাইলের ভিটার ঘর তৈরির মালামালসহ সরঞ্জামাদি ঠিকাদার সেলিমকে দিয়ে উঠিয়ে নিয়ে যান।
এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, এমপি মহোদয় নিহত ৪ শিশুর পরিবারকে ভাল করে ৪টি ঘর তৈরি করে দেওয়ার জন্য প্রতি ঘরে ২ লাখ ১৫ হাজার টাকা করে বরাদ্ধ চেয়ে চিঠি দিয়েছিলেন ত্রাণ মন্ত্রনালয়ে। কিন্তু সেখান থেকে ৭৫ হাজার টাকা করে টিনের ঘর করে দেওয়ার জন্য বরাদ্ধ এসেছে। এমপি সাহেব বলেন এদেরকে টিনের ঘর না বিল্ডিং করে দেওয়ার জন্য। পরে উনি আরও ৫০ হাজার টাকা করে বরাদ্ধ চেয়ে চিঠি দিয়েছেন তা এখনও আসে নাই। তাই উনি সিদ্ধান্ত দিয়েছেন নিচে পাকা করে উপরে টিন দিয়ে ঘর করার জন্য। সেই অনুযায়ী আমরা একটি ঘরের কিছু কাজ করেছি। বাকি ঘরগুলোর কাজ শীঘ্রই শুরু করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com