রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ ১৫টি দোকান পুড়ে চাই কোটি টাকার ক্ষয়-ক্ষতি বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৮তম জন্মদিন আজ সাংবাদিককে আইনজীবির চড় থাপ্পড় ॥ শাস্তির দাবী শহরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান লাখাইয়ে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ লাখাই’র মাটিতে বিএনপির কোনো আজাদ সৃষ্টি হবে না হবিগঞ্জে ৩ দিনব্যাপী ‘নাট্যভাস্কর উৎসব’ সমাপ্ত হবিগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত মাধবপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে আইনশৃঙ্খলা উন্নয়নে নানা চেষ্টা করে যাচ্ছেন ওসি মামুন

শ্রীমঙ্গলে পাখির নিরাপদ অভয়াশ্রম

  • আপডেট টাইম শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭
  • ৪৯১ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ প্রতিদিন বাড়ছে মানুষ আর বাড়ছে মানুষের আবাসন। বর্ধিত মানুষের খাদ্যের যোগানে খাদ্য শষ্যের মাঠ তৈরী করতে ধ্বংস করা হচ্ছে গাছ পালা ও বনাঞ্চল। যার ফলে ধ্বংস হয়েছে জীব বৈচিত্র। অন্যদিকে প্রভাব পড়েছে বিশ্ব জলবায়ু পরিবর্তনেরও। কয়েক বছর আগেও গ্রামে গঞ্জে যে ঝোপঝাড় দেখা যেতো আজ আর তা নেই। নেই অনেক পশু পাখি। এই পশু পাখি বিলুপ্ত হয়ে যাওয়ার অন্যতম কারন তাদের খাদ্য ও তাদের নিরাপদ আবাসন। যেখানে তারা বংশ বৃদ্ধি করবে এমন নিরবিচ্ছিন্ন পরিবেশ আজ নেই বললেই চলে। এই অবস্থায় নিরূপায় এই পাখিগুলোর পাশে দাড়িয়েছেন শ্রীমঙ্গলের এক পাখি প্রেমী মাস্টার গোলাম মোস্তফা রাজা। কলমের ভাষায় তার এ পাখি প্রেমের চিত্র তুলে ধরা দুস্কর। তিনি গড়ে তুলেন শ্রীমঙ্গল হাইল হাওরে এক বিশাল রাজা ফিসারী ও হ্যাঁচারী। ফিসারীর পাড়ে নিজ হাতে রোপন করেন হাজার হাজার দেশীয় প্রজাতির বৃক্ষ। বৃক্ষগুলো একটু বড় হতেই সে গাছে আসতে থাকে রাত্রীকালীন অবসরের জন্য অতিথি পাখিরা। সূর্য ডোবার একটু আগে তারা আসে এবং সূর্য উঠার আগেই তারা চলে যায়। পাখিদের আবাসন নিরাপদ হলে ক্রমেই বাড়তে থাকে পাখির সংখ্যা। পাখির পরিমান ঠিক কতো হবে তা সঠিক করে বলতে না পারলেও তার ফিসারীর পাড়ে প্রত্যেকটি গাছের অগ্রভাগের পাতা ঢেকে যায় পাখির শরীরে এবং দূর থেকে দেখলে মনে হয় ফিসারীর পাড়ের পত্রবিহিন গাছে গাছে সাদা কালো ফুল ফুটে আছে। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর পাখিরা তার এই জায়গাকে তাদের নিরাপদ স্থান হিসিবে বেছে নেয়। খরকুট দিয়ে তারা তৈরী করতে থাকে বাসা। আর সে বাসায় ডিম পেড়ে বাচ্চা ফুটানো। প্রত্যেক বছরেই পাখির প্রজনন মৌসুমে তা বাড়তে থাকে আর বর্তমানে তার ফিসারীতে হাজার হাজার পাখির বাসা। যেখানে নিরাপদে জন্ম নিচ্ছে পাখির নবাগত বাচ্চারা। তার এই পাখির আবাসন শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দুরে হাওর অভিমুখে। সেখানে গাড়ি বা কলখারখানার শব্দ নেই। তবে শহরের ওই শব্দের চেয়ে সেখানে অনেক বেশি শব্দশাষন হয়। সে শব্দ হলো পাখির কলকাকলী বা চিউচিউ। যা মাস্টার গোলাম মোস্তফা রাজার মননে সম্পৃক্ত এক মধুর সুর। আলাপ কালে পাখি প্রেমী মাস্টার গোলাম মোস্তফা রাজা জানান, এখন তার কাছে তার প্রাণই হচ্ছে এই পাখি। এই পাখিদের ছেড়ে কোথাও যেতে মন চায় না। নানান জাতের পাখির আবাসন নান্দনিক করে তুলেছে তার ফিসারীকে। প্রতিদিন বহু পর্যটক আসেন পাখি দেখতে। পাখিরা বাসা বুনেছে, ডিম পাড়ছে এখানেই জন্ম নিচ্ছে লক্ষ লক্ষ পাখি। তার এই রাজস্বর্গের সাথে শহরের যোগাযোগ ব্যবস্থা একটু নাজুক। শহর থেকে ঢাকা অভিমুখে মতিগঞ্জ বাজারের আগে বিলাস নদীর পূর্ব পাড় হয়ে হাইল হাওড় সংযোগ সড়ক দিয়ে আড়াই তিন কিলোমিটার অর্ধেক পাকা ও অর্ধেক কাঁচা সড়কে পৌছাতে হবে সেখানে। পাখি প্রেমীদের মতে, পাখি আমাদের প্রকৃতি আর এই প্রকৃতিকে রক্ষার জন্য এগিয়ে আসতে হবে আমাদের সকলকে। অত্যাধিক জনসংখ্যার আবাসনের জন্য ধ্বংস হওয়া বনকে রক্ষার পদক্ষেপ নিতে হবে। আর এই প্রকৃতি প্রদত্ত প্রাণীদের নিরবিচ্ছিন্ন জন্ম গ্রহনের সুযোগ দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com