নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আলোচিত সাকুয়া গ্রামের আব্দুল কদ্দুছ সাগরকে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টায় গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সাগরের বিরুদ্ধে জিআর ১০৮/২০০৮ইং সনের মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, ওই এলাকায় সংঘটিত দাঙ্গা-হাঙ্গামায় একাধিক হত্যা মামলার আসামী উক্ত আব্দুল কদ্দুছ সাগরের বিরুদ্ধে একটি জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন বিজ্ঞ আদালত। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই মোঃ কবির উদ্দিন ও এএসআই কামাল আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ বাড়ি থেকে সাগরকে গ্রেফতার করেছে।