অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ সিলেটের জাফলংয়ে পিকনিক করতে তারা একটি মাইক্রো নিয়ে রওয়ানা দিয়েছিলেন। কিন্তু জাফলং পৌছার আগেই পাথর বোঝাই একটি ট্রাক কেড়ে নিয়েছে ৫ জনের প্রাণ। এতে আহত হয়েছেন আরো ৮জন। গতকাল সকাল পৌণে সাতটার দিকে চুনারুঘাট উপজেলার উলুকান্দি রেলক্রসিং এলাকায় হতাহতের ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, মাইক্রোবাস চালক কিশোরগঞ্জের ভৈরবের ঘোরাকান্দা গ্রামের আল-আমিন (৩৪), গ্রামীণফোনকর্মী ঝালকাঠির কাঁঠালিয়ার আওরাবুনিয়ার নির্মল কুমারের ছেলে গৌতম কুমার (৩৬), চাঁপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা জগন্নাতপুর গ্রামের জরিফ বেগম (২৭), যাত্রী বায়জিদ আলম (৩৫) ও নড়াইল জেলার মাইজপাড়া থানার মাটিভাঙ্গা গ্রামের সুনীলের ছেলে সুজিত (৩২)। আহতরা হলেন, মোস্তাহিদুল হক (২৮), শুভ (১০), তাহরিনা হোসেন (২৮), ফারুক হোসেন (৩৫), সিজুু
মিয়া (২৮), মোমেন মিয়া (২৭), ফাহাদ (১০) ও চাঁদনী (১৮)। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-৫৩-১২১১) ভৈরব থেকে পিকনিকের উদ্দেশে সিলেটের জাফলং যাচ্ছিল। ঢাকা সিলেট মহাসড়কের চুনারুঘাট উপজেলার উলুকান্দি রেলক্রসিং এলাকায় পৌছুলে সকাল পৌনে ৭টার দিকে বিপরীতমুখী একটি পাথরবোঝাই ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১৩-১০৬০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকের চাকা ফেটে বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই উল্লেখিত পাঁচজনের মৃতুু হয়। খবর পেয়ে হাইওয়ে থানার ওসি জাকির হোসেন ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে শায়েস্তাগঞ্জের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন, লিডার সৈয়দ আসাদুজ্জামানসহ একদল ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত গাড়ীগুলো পুলিশ হেফাজতে রয়েছে।
দুর্ঘটনায় আহত মোস্তাকিমুল হক জানান, তারা গ্রামীণফোনের টাওয়ার রক্ষণাবেক্ষণের কাজ করেন। ভোরে তিনিসহ কয়েকজন সিলেটের জাফলং এ পিকনিকের উদ্দেশে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তার স্ত্রী জরিফ বেগমও নিহত হয়েছেন।
এদিকে এ দুর্ঘটনার খবর পেয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম ও অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক নিহতের আত্মীয়-স্বজন যাতে সহজে লাশগুলো নিতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেন পিপিএম জানান, দুর্ঘটনায় নিহতদের লাশগুলো হাইওয়ে থানায় রাখা হয়। বেলা ১১টায় নিহতদের আত্মীয়-স্বজন এসে লাশ সনাক্ত করেন। পরে বেলা ২টায় লাশ পাঠানো হয় মর্গে। তিনি আরও জানান, তারা একত্রিত হয়ে মাইক্রোবাসে জাফলংয়ে পিকনিকে যাচ্ছিল। আহতদের পুলিশ তারা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।