নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা এটিএম সালামের শাশুড়ী আয়াতুন্নেছা (৬০) গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৯টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… …রাজিউন)। মরহুমার জানাযার নামাজ আজ বৃহস্পতিবার বাদ জোহর মরহুমার গ্রামের বাড়ী আজমিরীগঞ্জের শরীফনগরে ঈদগাঁও মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আজমিরীগঞ্জ বাজারের নুর মহল হোটেলের সত্ত্বাধিকারী ফারুক আহমদের সহধর্মীনি। মরহুমার মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে দিয়েছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাবেক পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক সলিল বরন দাশ, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, বিবিয়ানা সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, বার্তা সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামিম সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার, সাবেক সাধারণ সম্পাদক রকিল হোসেন, প্রবীণ সাংবাদিক মছদ্দর আলী, সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, সহ-সভাপতি এম এ মুজিব, এম এ মুহিত, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না, অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, এটিএম জাকিরুল ইসলাম, নিয়ামুল করিম অপু গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত সমবেদনা জানান।