স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার গোপায়া ইউনিয়ন এর নারায়নপুর গ্রামের হেযবুত তওহীদের হবিগঞ্জ সদর থানার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোর ৪টার দিকে এঘটনাটি ঘটে। প্রতিপক্ষের লোকজন কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করছেন ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম জানান, পূর্বশত্র“তার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে আক্রমনের জন্য কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। এতে ব্যর্থ হয়ে এরা তার বাড়িতে অগ্নিসংযোগ করে। এব্যাপারে পূর্বেই দোকানে সকলের সামনেই জাহাঙ্গীর আলমকে অগ্নিকান্ডের বিষয়ে সংকেত দেয়া হয়।