মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন আল রনি’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউ/পি চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, কাউন্সিলর বাবুল হোসেন, সদস্য আলাউদ্দিন চৌধুরী, প্রবীন শিক্ষক প্রমোদ মালাকার, প্রধান শিক্ষক শেখ উম্মেকুলসুম বিথী প্রমুখ।