স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার চমকপুর রাজেন্দ্রপুর গ্রামে হা৭স নিয়ে সংঘর্ষ হয়েছে। হামলায় ওই পরিবারের শিশু ও মহিলাসহ ৫ জন আহত হয়। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, একই গ্রামের শওকত উল্লা, হাফিজ উল্লাহ’র লোকজনের সাথে একই গ্রামের শ্যামাপদ দাসে একটি হাঁসের খামার নিয়ে বিরোধ সৃষ্টি। এ নিয়ে গতকাল ওই সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শ্যামাপদ দাস (৭০), টিকলু দাস (২৫), রিংকু দাস (৩০) ও শিপন রাণী দাস (২৫) আহত হয়। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।