স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ড্রেজার মেশিনে বালু উত্তোলন নিয়ে দুই দল লোকের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়। এর মাঝে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার বিকেলে শিবপাশা গ্রামের সিজিল মিয়ার পুত্র মুহিবুর রহমানের সাথে সমেদ আলীর পুত্র মানরাজের ড্রেজার মেশিনে বালু উত্তোলন নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আকাদ্দুছ মিয়া (২০), সাদত আলী (৬০) ও সহিবুর রহমান (৩২) আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।