নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলায় বিদেশ ফেরত আসামীকে গ্রেফতার তরেছে পুলিশ।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের পুর্বদেবপাড়া গ্রামের দানিছ উল্ল্যার পুত্র কাতার প্রবাসি মোঃ সফিক মিয়া (৩৮) কে গতকাল রাত ৩টার দিকে তার দ্বিতীয় শ্বশুর বাড়ী পানিউমদার দক্ষিনপাড়া গ্রাম থেকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার পুলিশ ফাড়িঁর এসআই আব্দুর রহমান অভিযান চালিয়ে আটক করেন। সফিক মিয়ার বড় স্ত্রী নারী ও শিশু নির্যাতন মামলার বাদী আজমিরীগঞ্জের আহাদ মিয়ার কন্যা মোছাঃ নবীরাজ বেগম বাদী হয়ে ২০১৩ সালে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে ১ লাখ টাকা যৌতূক দাবী ও অমানুষিক নির্যাতন এর অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করেন। পরে আদালত আসামী পুর্বদেবপাড়া গ্রামের মৃত দানিছ উল্ল্যার মোঃ সফিক মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। সফিক মিয়া মধ্যপ্রাচের কাতার পাড়ী জমান। প্রায় ২ বছর পর দেশে আসলে পুলিশের চোখ ফাকি দিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছিল। গতকাল উল্লেখিত সময়ে পুলিশ তাকে গ্রেফতার করে।