আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ সহ ২ পাচারকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। হবিগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, শনিবার দুপুরে ডিবি পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ পাচারের সময় ওই এলাকার রাজা পান্ডে (৪৫), সাবিত্রি (৩৭) কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।