স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল উৎসবমুখর পরিবেশে শেষে হয়েছে। গতকাল বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল সকাল থেকে বিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দিনভর খেলা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান ও হারুনুর রশীদ চৌধুরী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।