স্টাফ রিপোর্টার ॥ এমপি আবু জাহির টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে বিপিএল মাতানো মেহেদী মারুফ, আফিফ ও রায়হান রাফসানের অল রাউন্ড নৈপুন্যে ৮ উইকেটে সিলেট টাইগার্সকে হারিয়েছে শক্তিশালী উত্তরণ সংসদ। গতকাল সোমবার দুপুর ১২টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমে টসে জয় লাভ করে ব্যাটিংয়ে যায় সিলেট টাইগার্স। দলের দুই ওপেনার রাজন ও সাইফুল ভাল শুরু করলেও বিপিএল তারকা মেহেদী মারুফ, আফিফ, রাফসান ও এপুর দুর্দান্ত বোলিংয়ে ১৯ ওভার ৫ বল খেলে ১০১ রানে অল আউট হয়। দলের পক্ষে রাজন সর্বোচ্ছ ৩০ ও সাইফুল ১৪ রান সংগ্রহ করেন। উত্তরণের পক্ষে মেহেদী মারুফ ৪ ওভার বোলিং করে ১৮ রান খরচায় উইকেট লাভ করেন ২টি, রাফসান ৪ সমান সংখ্যক ওভার খরচ করে ১৪ রান খরচায় ৩ উইকেট ও এপু ৩ ওভার ৫ বল করে ২১ রানের বিনিময়ে সর্বোচ্চ ২টি উইকেট লাভ করেন।
১০২ রানের জবাবে ব্যাট করতে নেমে উত্তরণ সংসদের দুই ওপেনার মেহেদী মারুফ ও রকির ব্যাটিং তান্ডবের সামনে দিশেহারা হয়ে পড়ে সিলেটের বোলাররা। ১২ ওভার ৭৯ রানের ওপেনিং পার্টনার গড়ে ব্যক্তিগত ৪৯ রানে সিলেটের বোলার নাহিদের বলে এলবিডব্লিউও হন মারুফ। ৫টি ৪ ও ১টি ৬ এর সাহায্যে মারুফ ৪৯ রান সংগ্রহ করেন। ২য় উইকেটে খেলতে আসেন রাজশাহি কিংসের অল রাউন্ডার আফিফ। বোলিংয়ে কিছুটা ভাল করলেও ব্যাটিংয়ে কিছুই করতে পারেননি তিনি। মাত্র ১ রান করে নাহিদের ২য় শিকার হয়ে সাজঘরে ফিরেন তিনি। পরে নির্ভরযোগ্য ব্যাটসম্যান রকি ও সাইদুরের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৭ ওভার ৪ বল খেলে জয়ের লক্ষে পৌছে উত্তরণ সংসদ। ৮ উইকেটের জয় নিয়ে প্রথম সেমিফাইনালিষ্ট হিসেবে জায়গা করে উত্তরণ সংসদ। দলের পক্ষে ২য় সর্বোচ্চ ৩৬ রান করেন রকি। সিলেটের পক্ষে ১৬ রানের বিনিময়ে নাহিদ পান ২ উইকেট। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন অভিজিৎ চক্রবর্তী ও তপু আহমেদ। মঙ্গলবার দুপুর ১২টায় ২য় কোর্য়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী ফ্রেন্ডস গ্র“প সুনামগঞ্জ ও অন্তরঙ্গ স্পোটিং ক্লাব হবিগঞ্জ। অন্তরঙ্গ স্পোটিং ক্লাবের হয়ে মাঠে নামবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন, ঢাকা প্রিমিয়ার লীগের শাকিল, সৌরভ ও লাপু।