চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে বহু মামলার পলাতক আসামী মিরাশী গ্রামের আব্দুল হক (৪০)কে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে দারোগা কবিরের নেতৃত্বে একদল পুলিশ আব্দুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পুলিশ জানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলার গ্রেফতারী পরোয়ানা নিয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।