অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে ভ্র্যাম্যমান আদালত অভিযান চালিয়ে একটি বেকারী ও দুইটি হোটেল রেষ্টুরেন্টকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ও সহকারী কমিশনার (ভূমি) বিজন কুমার সিংহের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ হাসপাতাল রোড ও দাউদনগর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় শাহাজালাল বেকারীকে নোংরা পরিবেশে খাবার তৈরী, মেয়াদোত্তীর্ণ ময়দা রাখায় ১০ হাজার টাকা, পঁচাবাসি খাবার পরিবেশনে আল-মদিনা রেষ্টুরেন্টকে ৭ হাজার ও তৃপ্তি ভোজ রেষ্টুরেন্টকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় শায়েস্তাগঞ্জ থানার এসআই প্রানেশ দাশ ও একদল পুলিশ তাদের সহযোগিতা করেন। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেন।