স্টাফ রিপোর্টার ॥ শ্রমের মূল্য আনতে গিয়ে আহত হয়েছেন সুখেশ চন্দ্র দাশ (২৫) নামে এক যুবক। গতকাল দুপুর ২টার দিকে বানিয়াচং উপজেলার পুকড়া ব্রিক ফিল্ডের নিকট এ ঘটনা ঘটে। আহত সুখেশ চন্দ্র দাশ জানায় সে অলি মিয়ার তত্বাবধানে সে শ্রমিকের কাজ করে। বেশ কয়েকদিন কাজ করার পর সুখেশ পারিশ্রমিক চাইলে অলি মিয়া ও তার সহযোগীতারা সুখেশকে তাকে মারধোর করে। সুখেশ জানায় হামলাকারীরা তার ব্যবহৃত একটি মোটর সাইকেল ভাংচুর করে এবং নগদ টাকা ছিনিয়ে নেয়।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।