জরিমানামাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত সোমবার দুপুরে মাধবপুর বাজারে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্টানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মোঃ সেলিম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বাজারের মাতৃভান্ডারকে ১১ হাজার, বিউটি হোটেলকে ৬ হাজার এবং মাছরাঙ্গা কসমেটিককে ৬ হাজার টাকা জরিমানা করেন। এ সময় থানার এসআই গোপেশসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।