প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে (আসাই) এর সহযোগিতায় শতাধিক দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র এম এফ আহমেদ অলি। প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুন সাঁই এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. হুমায়ুন কবির সৈকত, সাবেক সভাপতি অধ্যাপক মোঃ ফিরুজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি ও পল্লীবিদ্যুৎ সমিতির সচিব নওরোজুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর ও সদস্য আ স ম আফজল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল হক রেনু, দপ্তর ও প্রচার সম্পাদক রামেন্দ্র কিশোর মিত্র, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, সদস্য সৈয়দ এম আর মাসুক ভান্ডারী, মহিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জের বিভিন্ন এলাকার শতাধিক দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।