প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন নবীগঞ্জ উপজেলা নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগের বর্ধিত সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইমদাদুল হক চৌধুরী। সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক এডঃ গতি গোবিন্দ দাশ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক দিলারা হোসেন। বক্তব্য রাখেন-আব্দুন নুর, আকবর আলী, ছাতির আলী, রামকৃষ্ণ চক্রবর্তী, আব্দুস সালাম, এরশাদুল হক চৌধুরী, ডাঃ মোস্তফা কামাল, কয়েস মিয়া, নাছির আহেমদ, আছকির মিয়া, বদরুজ্জামান চৌধুরী, হোসাইন আহেমদ প্রমূখ।