চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও সামান্তা লকিরা বানু ট্রাস্টের উদ্যোগে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৪ টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব চৌধুরী শামছুন্নাহার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক, মাধ্যমিক একাডেমীক কর্মকর্তা রাসেল আহম্মদ, সাংবাদিক আবুল কালাম আজাদ, এডভোকেট মোস্তাক আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহমান, মনিরুল ইসলাম জুয়েল প্রমুখ।
বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতা শেষে সামান্তা লকিরা বানু ট্রস্টের উদ্যোগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১৫জন শিক্ষার্থীকে বৃত্তির টাকা প্রদান করা হয়।