স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান থেকে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।
আটককৃতরা হল ওই গ্রামের মৃত দেওলাল পান্ডের পুত্র রাজা রাম পান্ডে (৪০) ও তার স্ত্রী সাবিত্রী পান্ডে (৩৫)। শনিবার দুপুরে ডিবি পুলিশের এসআই আব্দুল করিম ও ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের দেখানো মতে বাড়ি থেকে উল্লেখিত হুইস্কি উদ্ধার করা হয়।