স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় বাসার সীমানা নিয়ে দুই ভাইয়ের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ৫ জন আহত হয়। গতকাল শনিবার দুপুরে এ সংঘর্ষ হয়। আহত সূত্রে জানা যায়, ওই এলাকার রফিক মিয়ার পুত্র কদ্দুছ মিয়ার সাথে তার ছোট ভাই ইমরোজ মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় কদ্দুছ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।