প্রেস বিজ্ঞপ্তি ॥ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১টায় শহরের রাজনগরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলার সংগঠক এনামূল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলাম, ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সঞ্জয় কান্ত দাস, আবুল ফয়েজ, জয়ন্ত দাশ, ফখরুল ইসলাম, কামরুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আজ দেশের শিক্ষা ব্যবস্থা এক ভয়াবহ বিপর্যয়ের সম্মুখিন। একদিকে ক্রমাগতভাবে নামে বেনামে চলছে বর্ধিত ফি আদায়, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন বেসরকারি বাণিজ্যিক ধারার শিক্ষা প্রতিষ্ঠান। আর অন্যদিকে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে ভুলে ভরা পাঠ্যবই। আবার সাম্প্রদায়িক ধ্যান ধারণার পরিপূরক অনেক পাঠ্যসূচি অগণতান্ত্রিকভাবে সংযোজন করা হয়েছে। যা আগামী দিনে সাম্প্রদায়িক মানসিকতা তৈরিতে ভূমিকা রাখবে। ফলে শিক্ষার্থী এবং অভিভাবকরা পড়েছেন চরম বিপাকে। বক্তরা বলেন, রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দেয়া হয়েছে কোচিং ও সহায়ক বইয়ের নামে গাইড বইয়ের ব্যবসা। এদিকে সরকার শিক্ষার উন্নয়নের কথা বলে বলেই ক্রমে ‘টাকা যার শিক্ষা তার’ এই নীতি কার্যকর করছে। শিক্ষা-চিকিৎসাসহ সকল পরিসেবা খাতেই চলছে সরকারের ব্যয় বৃদ্ধি ও বেসরকারিকরণের নীতি। তাই এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তুলতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে আগামী ২২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় ছাত্র সমাবেশ সফল করতে বক্তারা সবাইকে আহ্বান জানান।
নেতৃবৃন্দ আলোচনা সভার শুরুতে মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার মহামতি লেনিনের ৯৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও কর্মের উপর আলোচনা করেন।