বানিয়াচং প্রতিনিধি ॥ দৈনিক মানবজমিন পত্রিকার হাওর অঞ্চল প্রতিনিধি ও বানিয়াচং প্রেসক্লাব সভাপতি প্রয়াত আখলাক হুসেইন খান খেলুর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উত্তর-পূর্ব ইউপি মিলনায়তনে সিরাজুল হোসেন খান স্মৃতি পরিষদ শোকসভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, সাংবাদিক খেলুকে লোভ-লালসা কখনও স্পর্শ করেনি। নির্ভীক এই সাংবাদিক দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে আজীবন লিখেছেন জনস্বার্থে। সৎ ও আদর্শ সাংবাদিকতার অনুকরণীয় দৃষ্টান্ত তিনি। সিরাজুল হোসেন খান স্মৃতি পরিষদের সদস্য সচিব আরশাদ হোসেন খান বিপলুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার চীফ রিপোর্টার লুৎফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনজুর উদ্দিন আহমদ শাহীন, জাতীয় পার্টি সভাপতি আবদুল মুকিত লস্কর, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, অধ্যক্ষ আবদাল হুসেন খান। সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আতাউর রহমান, বিএসডি মহিলা মাদ্রাসার সুপার মাওলানা মোবাশ্বির আহমদ, সাংবাদিক রাশেদ আহমদ খান, কমিউনিষ্ট পার্টির নেতা ইমদাদুল হুসেন খান প্রমুখ। পবিত্র কোরআন তেলেওয়াত করেন সাংবাদিক শিব্বির আহমদ আরজু। সবশেষে খেলুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।