প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা সম্মেলন উপলক্ষ্যে এক বর্ধিত সভা জেলা শাখার উদ্যোগে জেলা শাখার সভাপতি এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা কমিটি, সম্মেলন প্রস্তুতি কমিটি, বিভিন্ন উপজেলা কমিটি ও বিভিন্ন পৌর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১১ ফেব্র“য়ারী জেলা সম্মেলন ২০১৭ কে সফল ও সার্থক করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন, এডভোকেট রনজিত কুমার দত্ত, এডভোকেট সুব্রত চক্রবর্তী, জগদীশ চন্দ্র মোদক, কমরেড হীরেন্দ্র দত্ত, শংকর পাল, এডভোকেট শ্যামল কান্তি দাশ, এডভোকেট মানবেন্দ্র দাশ, এডঃ মুরলী ধর দাশ, এডঃ মনমোহন দেবনাথ, আশুতোষ অধিকারী, শংখশুভ্র রায়, স্বপন বনিক, ভূপিকা রঞ্জন দাশ, এডঃ নারদ চন্দ্র গোপ, শংকর রায়, পংকজ কান্তি কর, বিপুল ভূষন রায়, লিটন সূত্রধর, বাদল কৃষ্ণ বনিক, প্রানেশ দেব, শ্রীদাম দাশ গুপ্ত, সত্যেন্দ্র গোপ, উত্তম কুমার দত্ত, জন মাইকেল সরকার প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন, ডাঃ অসিত রঞ্জন দাস, অনুকুল চন্দ্র দাশ, গোপাল গোপ, এডঃ প্রবাল কুমার মোদক, এডঃ প্রসেনজিত দেব, ইঞ্জিঃ ফণিভূষন দাশ, এডঃ রনধীর দাশ, পিনাকী চৌধুরী, কাজল চ্যাটার্জী, শুধাংশু তালুকদার, এডঃ শিপন পাল, বিপুল রায়, বিপ্লব রায়, অশোক কুমার রায় মঙ্গল, গৌতম কুমার রায়, শ্রীমন্ত রায়, ধ্র“বজ্যোতি দাশ টিটু, বিপ্লব কুমার রায় বিলু, কৌশিক আচার্য্য পায়েল, প্রানেশ চন্দ্র শীল, বন্ধুপদ পাল চৌধুরী, সুচন্দা দেব, এডঃ অলক দাশ, পংকজ চন্দ্র দাশ, সুধাংশু দাশ, রাধাকৃষ্ণ চক্রবর্তী প্রমুখ। সভা পরিচালনা করেন, জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস।
সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন এডঃ মনমোহন দেবনাথ। সভায় বক্তাগণ প্রয়োজনীয় পদক্ষেপগুলি সঠিকভাবে প্রতিপালনের মাধ্যমে আগামী ১১ ফেব্র“য়ারী জেলা শাখার সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য আহবান জানান।