নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৫৫তম জন্মতিথি উৎসব বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় অনুষ্টিত হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল, সমাবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় জপধ্যান, গ্রন্থাদিপাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান। নবীগঞ্জ উপজেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের সভাপতি অশোক তরু দাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক উৎপল চৌধুরী পান্নার পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন চানৈক্য লাল সাহা, মিলন হালদার, গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর, উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘের যুগ্ম সম্পাদক প্রমথ চক্রবর্ত্তী বেনু, উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি অজিত কুমার দাশ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, প্রজেশ রায় নিতন, রমাপদ রায়, নানু দাশ, মৃদুল কান্তি রায়, নৃপেন্দ্র পাল, প্রদীপ রায় হারু, কান্তি তালুকদার, নিরঞ্জন দাশ, ঝুনু রাজ বনিক, সুব্রত রায়, স্বপন দাশ পরেশ রায়, রাজীব কুমার রায়, নিতাই আচার্য্য, সাগর চক্রবর্ত্তী, পরিতোষ দেব, রন্টু রঞ্জন দাশ, দীপ্ত দাশ, দিলীপ রায়, দেবজিত দাশ, রাহুল দাশ, কাজল দাশ, ময়নামতি রায়, পারুল চক্রবর্ত্তী, মীরা রায়, শেলী রায়, মল্লীকা পাল, মঞ্জুশ্রী চক্রবর্ত্তী, শেলী চক্রবর্ত্তী, ঝুমী রায়, শিপ্রা বনিক, নমিতা বনিক, মীরা সাহা, ফুলন দাশ, শিপ্রা দাশ, রীতা শীল প্রমূখ। শেষে প্রসাদ বিতরন করা হয়।