স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ইনাতখানি গ্রামে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ সংঘর্ষ হয়েছে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মাসুক মিয়ার সাথে সাস্তু মিয়ার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে মাসুক খা ও সাস্তু মিয়া আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।