প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপির সাথে বানিয়াচঙ্গ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া ও তার ছোট ভাই হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মোঃ আশিক মিয়া সৌজন্য সাক্ষাত করেছেন। গত মঙ্গলবার বিকেলে তারা সুরঞ্জিত সেনগুপ্তের বাসভবনে গিয়ে সৌজন্যে সাক্ষাত করেন। এ সময় আওয়ামীলীগ নেতা আহাদ মিয়া ও তার ছোট আশিক মিয়া সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক খোঁজ খবর নেন। সুরঞ্জিত সেনগুপ্ত তারা দুই ভাইয়ের সাফল্যের সংবাদ শোনে আনন্দিত হন এবং তাদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। এদিকে গতকাল বুধবার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আশিক মিয়া শপথ গ্রহন করেছেন। শপথ শেষে আশিক মিয়া সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।