বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় আওয়ামীলীগের একক সমর্থন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই। গতকাল স্থানীয় মোহনা কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাকুল শাহরিয়ার চৌধুরী পিপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মর্তুজ আলী, সাবেক সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী ও জেলা আওয়ামীলীগ নেতা শাহ আহমেদ আওলাদ। এছাড়াও আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তরুনলীগ, উলামালীগসহ সকল সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।