চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় ইউপি হলরুমে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী সভাপতিত্বে ও সাংবাদিক আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামসুল হক ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট মাধবপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহরম আলী ও এসআই বিপ্লব। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য রজব আলী, আব্দুল মালেক, শিরিন আক্তার, নৃপেন পাল, ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, আমিনা খাতুন, খুর্শেদ আলী, তৈয় মুমিন জুয়েল, মামুনুর রশিদ প্রমুখ।
সমাবেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ, বাল্য বিবাহ, মাদক পাচাররোধ বিষয়ে সচেতনতা এবং সমাজের নেতৃস্থানীয় লোকজনকে এগুলো দমনে এগিয়ে আসার আহবান জানান অতিথিরা।