স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেন, দেশে অনেক প্রিন্ট, ইলেক্ট্রনিক্স মিডিয়া সৃষ্টি হয়েছে। এসব মিডিয়াগুলোর মাধ্যমে বর্তমান সরকারে উন্নয়নের চিত্রগুলো সঠিকভাবে তুলে ধরলে সরকারের ভাবমূর্তি আরো বেড়ে যাবে।
গতকাল বধুবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলাতনে স্যাটেলাইট টিভি চ্যালেন এশিয়ান টিভির ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন-বর্তমান সকারের আমলে হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। আরো উন্নয়নমূলক কাজ চলছে। সেই কাজগুলো শিগগিরই বাস্তবায়ন করা হবে। তিনি হবিগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভবনার চিত্র তুলে ধরার জন্য জেলায় কর্মরত সাংবাদিকদের আহ্বান জানান। তিনি আরো বলেন-এশিয়ান টিভির সংবাদ ও অনুষ্ঠানের গুণগত মান অত্যন্ত ভাল। দেশীয় সংস্কৃতিকে লালন করে এগিয়ে যাচ্ছে চ্যানেলটি। দেশের প্রত্যন্ত অঞ্চলের সকল সমস্যা, সম্ভাবনা তুলে ধরবে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সভায় অনান্য বক্তারা বলেন-এশিয়ান টিভি চ্যানেলটি এশিয়ান নিউজ থার্টি, এশিয়ান লাইভ কনসার্ট, কার্টুন ডোরেমন ও সাম্প্রতিক বিষয় নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন টক-শো অত্যান্ত জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা এ চ্যানেলটি সাফল্য কামনা করি।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত রাখেন এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূইয়া, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব শামীম আহছান, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান জাহির, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এমএ মুনিম চৌধুরী বুলবুল, হবিগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি শফিকুল বারী আওয়াল, প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ উদ্দিন মামুন, যুগ্ম সাধরাণ সম্পাদক আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, হবিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, যমুনা টিভির প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, সদর উপজেল কৃষি কর্মকর্তা মোঃ কায়কোবাদ খান, দৈনিক হবিগঞ্জের জননীর নির্বাহী সম্পাদক শরিফ চৌধুরী, জি টিভি প্রতিনিধি মোহাম্মদ নূর উদ্দিন, এসএ টিভির প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, মোহনা টিভির ছানু মিয়া, দৈনিক হবিগঞ্জের জননীর চিফ রিপোর্টার কাজল সরকার, দৈনিক লোকালয় বার্তার বিশেষ প্রতিনিধি এম সজলু, দৈনিক সমাচারের সিনিয়র রিপোর্টার জাকারিয়া চৌধুরী, দৈনিক হবিগঞ্জের জননীর স্টাফ রিপোর্টার এ এম শাহ্ আলম, উমেদনগর শহজালাল সুন্নিয়া একাডেমির শিক্ষক জাহাঙ্গির আলম, জেল জাতীয় পার্টির নেতা সার্জেন্ট (অবঃ) তালেব আলী, ছাত্রদল নেতা ইকবাল আহমেদ, বদরুজ্জামান, নূরুজ আলী, দেলোয়ার হোসেন ।
এছাড়াও এসডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান সুব্রত বৈষ্ণবসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বিভিন্ন রাজতৈনিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবি, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ কেক কেটে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করেন।