চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কুটিরগাও গ্রামের আব্দুর রহমান প্রকাশ ময়না মিয়ার পুত্র মোঃ তাউজ মিয়া (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গতকাল বুধবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চুনারুঘাট থানার এস আই মুকিত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ কুটিগাঁও একালায় তাউজ মিয়ার নিজ বসত বাড়ীতে ডুকে এময় তাউজ মিয়া ইয়াবা বিক্রয় করার সুবাদে পুলিশ খবর পেয়ে তাউজ মিয়ার বসত ঘড়ে তল্লশি করে তাউজ মিয়ার কোমোড় থেকে ১৭ পিছ ইয়াবা সহ গ্রেফতার করে পুলিশ। পরে তাউজ মিয়াকে চুনারুঘাট থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ সূত্রে জানা, যায় দির্ঘ দিন যাবত ধরে তাউজ মিয়া ইয়াবা বিক্রয় করে আসছিল। এ ব্যাপারে চুনারুঘাট থানায় পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য আইনে তাউজ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাউজ মিয়াকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।