চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ব্যাটলিয়নের কালেঙ্গা বিজিবির কমান্ডর দবির উদ্দিনের নেতৃত্বে একদল জোয়ান ছনবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছে।