স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পরিচালিত হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। গতকাল বুধবার শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান যৌথভাবে পরিচলনা করে হবিগঞ্জ পৌরসভা ও পুলিশ প্রশাসন। বেলা সাড়ে ১১ টার দিকে হবিগঞ্জ শহরের কালীবাড়ি রোড এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে তিনকোণা পুকুরপাড়সহ বিভিন্ন এলাকায় চলে এ উচ্ছেদ অভিযান। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে শহরের সৌন্দর্য্য রক্ষা, সরকারী জমি ও ফুটপাত দখলমুক্তকরন, শহরের যানজট নিরসনের লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।