স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি এলাকা থেকে ফজর আলী (৪৫) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে পুলিশ। সে বড় বহুলা গ্রামের মৃত আদম আলীর পুত্র। বুধবার দুপুরে সদর থানার এসআই বিকাশ চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, সম্প্রতি জুয়ার মামলায় তার ৩ দিনের সাজা ও ৫০ টাকা জরিমানা করেন আদালত। এতদিন সে পলাতক ছিল।