স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার রাস্তা নিয়ে কাজী হাটা ও তারা পাশা গ্রামের লোকজনের সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সদর হাসপাতাল থেকে জিজ্ঞাসাদের জন্য শাহিন মিয়া (২০) নামে এক যুবককে আটক করে। গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে।
আহত সূত্রে জানা যায়, তারাপাশা গ্রামের একটি রাস্তা নিয়ে কাজী হাটার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল কাজী হাটা গ্রামের কাজল মিয়া ও তারা পাশা গ্রামের আফতার মিয়ার নেতৃত্বে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বাতকাটি, শিবপাশা, শিলিমগাও সহ কয়েকটি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বাহুবল থানার ওসি মোল্লা মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম কেতে হয়। এ সময় অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে ১৬ রাউন্ড কাদানো গ্যাস ও ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাফিজুর রহমান (২৫), শাহাব উদ্দিন (৫০), জমরুদ মিয়া (৩০), কামাল মিয়া (৩২), দেলোয়ার (৩৬) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সদর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে। পরে রাত ১১টার দিকে তাকে ছেড়ে দেয়। এ ব্যাপারে বাহুবল থানার ওসি জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।