শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

গান, নৃত্য আর আতশবাজির বর্ণিল আলোয় উদ্বোধন হল অস্কার এমপি আবু জাহির টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট

  • আপডেট টাইম বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭
  • ৩৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে গতকাল রাতের আধারে আতশবাজির বর্ণিল আলোর খেলা দেখে হঠাৎ থমকে দাড়ান পথচারীরা। সকলেই আকাশের দিকে থাকিয়ে মন্ত্রমুগ্ধেরমত অবলোকন করেন এই দৃশ্য। শুধু আলোর রোশনাই নয়। নৃত্য আর গানে ভরপুর ছিল জালাল স্টেডিয়াম। আর এই আয়োজনের উপলক্ষ ছিল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অস্কার এমপি আবু জাহির টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন। হবিগঞ্জের ইতিহাসে সেরা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে জানান দেয়া হল আজ দীর্ঘ দিন পর মাঠে গড়াচ্ছে ব্যাট আর বলের লড়াই।
গতকাল রাত ৮টার দিকে দর্শকে ভরপুর জালাল স্টেডিয়ামে উপস্থিত হন অতিথিবৃন্দ। প্রথমেই শুরু হয় আকর্ষণীয় নৃত্য। এর পর মঞ্চে উঠেন অতিথিবৃন্দ। প্রথমেই জেলার প্রিমিয়ার লীগের ৮টি দলের হাতে জার্সি তুলে দেন অতিথিবৃন্দ। পরে ৮টি দলকে দেয়া হয় অংশগ্রহণ বাবাদ সম্মানীর টাকা। এরপর শুরু হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, প্রাণ গ্র“পের জিএম হাসান মোঃ মঞ্জুরুল হক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিক ফরহাদ হোসেন কলির সঞ্চালনায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সফিকুল বারী আওয়াল, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফেরদৌস আরা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুল আলম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, শংখ শুভ্র রায়, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সফিকুজ্জামান হিরাজ, অ্যাডভোকেট বিভৎস্যু চক্রবর্তী বিভু, ইব্রাহিম খলিল সোহেল, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ।
প্রধান অতিথি এমপি আবু জাহির যখন মহান আল্লাহর নাম স্মরণ করে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন। তখন নিভে যায় মাঠের সকল আলো। আর আকাশ আলো করে ফুটতে থাকে একের পর এক আতশবাজী। পরে মধ্যরাত পর্যন্ত চলে বাউল গানের আসর। এদিকে আধুনিক স্টেডিয়ামে আজ সকাল ১১টায় উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করবে শ্যামলী ক্রিকেট ক্লাব বনাম গ্রীণ সিলেট। টুর্ণামেন্টে হবিগঞ্জ প্রিমিয়ার লীগের ৮টি দল ছাড়াও সিলেট বিভাগের আরও ৪টি দল অংশ গ্রহণ করছে। হবিগঞ্জের প্রতিটি দল ৩ জন করে বাহিরের খেলোয়াড় খেলাতে পারবে। অংশগ্রহণকারী দলগুলো হল, উত্তরণ সংসদ, শাপলা ক্রীড়া চক্র, মডার্ণ ক্লাব, গ্রীণ স্পোর্টিং ক্লাব, ইয়ং ব্রাদাস ক্লাব, শ্যামলী ক্রীড়া চক্র, অন্তরঙ্গ ক্লাব, স্বার্ণালী ক্লাব, সিলেটের গ্রীণ সিলেট, টাইগার্স ক্রিকেট সিলেট, ফ্যান্টন গ্র“প সুনামগঞ্জ ও মাহদিস ক্রিকেট ক্লাব মৌলভীবাজার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com