স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে প্রকাশ্যে মদপান করে মাতলামি করায় ইলু মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ইলু মিয়া উপজেলা সদরের বিদ্যাভুষণপাড়ার আব্দুর নুর মিয়া পুত্র। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ রায় প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানা যায়, ইলু মিয়া প্রতিদিনের ন্যায় মদ পান করে তার বাড়ির সামনে মাতলামি করতে থাকে। খবর পেয়ে এলাকার ইউপি চেয়ারম্যান তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সন্দীপ কুমার সিংহ ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯৯০ এর ২২ (ঘ) ধারায় ইলু মিয়াকে বিনাশ্রম ০১ মাসের কারাদন্ডে দন্ডিত করেন।