শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক সাবিনা আলম ॥ ডিজিটাল মেলার প্রতি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে হবে

  • আপডেট টাইম বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭
  • ৪১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, হবিগঞ্জের উন্নয়ন মেলা সমগ্র বিভাগের মাঝে প্রশংসিত হয়েছে। এটি হবিগঞ্জবাসীর জন্য গৌরবের। এই সফলতার পিছনে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। উন্নয়ন মেলার মত ১৯ জানুয়ারী থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপি ডিজিটাল মেলাও আকর্ষনীয় করা হবে। মিডিয়ার মাধ্যমে ডিজিটাল মেলার প্রতি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে হবে। তবেই মেলা স্বার্থক হবে।
গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনদিন ব্যাপি ডিজিটাল মেলাকে সামনে রেখে প্রেস ব্রিফিংকালে তিনি একথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এমরান হোসেন, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা সালাউদ্দিন, প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।
জেলা প্রশাসিক সাবিনা আলম বলেন, ১৯ জানুয়ারী সকালে কালেক্টরেট ভবনের সামন থেকে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে ডিজিটাল উদ্ভাবনী মেলার কার্যক্রম শুরু হবে। জেলা পরিষদ অডিটরিয়ামে ৩৫টি স্টলে জেলায় অন লাইনে যত সেবা আছে তার প্রদর্শন থাকবে। মেলা প্রাঙ্গনে ফ্রি ওয়াই ফাই সংযোগসহ বিভিনাœ সেবা প্রদান করা হবে। তিনদিনে তিনটি সেমিনার, ফ্রি-ল্যান্সিং/আউটসোর্সিং প্রশিক্ষণ, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। এছাড়াও মেলায় ফেইজবুক ও ই-মেইল আইডি, সলভ এ থোন প্রতিযোগিতা, ড্রোন প্রদর্শন ও এজন্ট ব্যাংকিং সেবার ব্যবস্থা রয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলা ব্রান্ডিং এর বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হবে এবং জেলার বিভিন্ন দর্শনীয় স্থানের উপর ডকুমেন্টারী প্রদর্শন করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এমরান হোসেন বলেন, সুন্দরবন থেকে বড় বন হল হবিগঞ্জের রেমা-কালেঙ্গা। এখানকার গাছগুলো যেমত বড় তেমনি পুরনো। অনেক জীব বৈচিত্র রয়েছে এই বনে। মেলায় এর উপর একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হবে। মেলা উপলক্ষে ওই বনে দুর্লভ হরিণ অবমুক্ত করার পাশাপাশি মেলায় একটি হরিণ প্রদর্শনেরও ব্যবস্থা থাকবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের সহায়তায় ১৯ থেকে ২১ জানুয়ারী তিনিদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com