স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্র“তি রক্ষা করে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দিচ্ছেন, বেকারত্বের অভিশাপ থেকে দেশের মানুষকে মুক্ত করেছেন, প্রতিটি মানুষ আজ কর্মম হয়ে উঠেছে। দরিদ্রতার অভিশাপ থেকে দেশ আজ মুক্ত। শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগসহ উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল দাড়িয়েছে। তিনি গতকাল সদর উপজেলার রিচি (বন্দের বাড়ী, জাঙ্গালিয়া) গ্রামের বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ৬ কিলোমিটার এলাকায় প্রায় ৮২ লক্ষ্য টাকা ব্যায়ে ১৮৪টি পরিবারের মধ্যে নতুন এ বিদ্যুত্যের সংযোগ প্রদান করা হয়। রিচি গ্রাম পঞ্চায়েত সভাপতি আহছান উল্লার সভাতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পবিস জি এম সোলায়মান মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আরব আলী, মোঃ আব্দুর রহিম, মোঃ বরকত আলী, মোঃ জিতু মিয়া, মোঃ নুরুল আমীন সামচু, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ শফিউল্লাহ, মোঃ মুকিদুল ইসলাম মুকিত, মোঃ সাইদুর রহমান, মোঃ কাজল আহমেদ, মোহাম্মদ আলী, ফয়জুর রহমান রবিন, মুকুল, মোঃ নজরুল ইসলাম নজু। উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম খান, হাজী জিতু মিয়া, হাজী দিদার আলী মাস্টার, শেখ সেবুল আহমেদ, মোঃ আব্দুর রশিদ, মোঃ রকিবুল ইসলাম আলী প্রমূখ।