স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ থানা ও পৌর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে মানবাধিকার কমিশনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির সৈকতের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আব্দুর রকিবের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শার্বানী দত্ত, সাংগঠনিক সম্পাদক শরীফ চৌধুরী, সদস্য অ্যাডভোকেট জন্টু দেব। বক্তব্য রাখেন প্রবীন আওয়ামীলীগ নেতা শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক নূর ইসলাম সরদার, বিশিষ্ট সমাজসেবক অজিত রঞ্জন রায় দুলু, অধ্যক্ষ নাসির উদ্দিন, মোঃ আবু তাহের, পৌর কাউন্সিলর আব্দুল জলিল, মোঃ মাখন মিয়া, তহুরা খাতুন লাইজু, সহকারী অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, সমুজ আলী আহমেদ, নওরোজুল ইসলাম চৌধুরী, প্রভাষক জালাল উদ্দিন রুমি, হারুন সাঁই, রাজু বিশ্বাস, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, সহ-সভাপতি সমীরণ চক্রবর্ত্তী শংকু, শায়েস্তাগঞ্জ মানবাধিকার সংস্থার সভাপতি মঈনুল হাসান রতন, কিতাব আলী শাহিন, গাজীউর রহমান ইমরান, সাখাওয়াত হোসেন টিটু, আব্দুল হক রেনু, জামাল আহমেদ দুলাল, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মিজানুর রহমান সুমন, জিতু লস্কর, এম শামিন চৌধুরী, আব্দুস সালাম মজনু, ফারুক মেম্বার, হাবিবুর রহমান বেনু প্রমুখ। সম্মেলনে শায়েস্তাগঞ্জ থানা ও পৌর কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।